Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা নির্বাচন অফিস রয়েছে। এই অফিস  বাংলাদেশ নির্বাচন কমিশন-এর আওতাধীন ও নির্বাচন কমিশন সচিবালয়- এর সচিবের অধীন পরিচালিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের কার্যাদি সম্পন্ন করার জন্য ইহার অধীন প্রতিষ্ঠিত আছে বিভাগীয়/আঞ্চলিক পর্যায়ে ৯টি উপ নির্বাচন কমিশনারের কার্যালয়, জেলা পর্যায়ে ৮৩টি জেলা নির্বাচন অফিসারের কার্যালয়,  উপজেলা পর্যায়ে প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা / থানা নির্বাচন অফিসারের কার্যালয় এবং প্রতিটি সিটি কর্পোরেশন এলাকায় একাধিক থানা নির্বাচন অফিসারের কার্যালয় ।উপ নির্বাচন কমিশনারের কার্যালয়ে রয়েছেন উপ-সচিব পর্যায়ের ১ জন উপ নির্বাচন কমিশনার ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ১ জন সহকারী নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আছেন ১ জন জেলা নির্বাচন কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব পর্যায়ের) এবং উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আছেন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা (প্রথম শ্রেণীর কর্মকর্তা)।

 

উপজেলা নির্বাচন অফিস উপজেলা পরিষদে অবস্থিত। উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে ১০ গজ দূরে রাস্তার ডান পাশে উপজেলা নির্বাচন অফিস অবস্থিত। উপজেলা নির্বাচন অফিসের সামনে পশ্চিম পার্শ্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সৌধ, দক্ষিণ পার্শ্বে উপজেলা সমাজসেবা অফিস, পূর্ব পার্শ্বে উপজেলা পরিষদ পুকুর এবং উত্তর পার্শ্বে উপজেলা পরিষদ রাস্তা এবং তার পাশে উপজেলা পরিষদ এর মসজিদ অবস্থিত। উপজেলা  নির্বাচন অফিসার অফিস প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। http://ec.pakundia.kishoreganj.gov.bd/ এই ওয়েবসাইটে ভিজিট করলে উপজেলা নির্বাচন অফিস, পাকুন্দিয়া, কিশেরাগঞ্জ সম্পর্কে তথ্য জানা যাবে। এছাড়া নির্বাচন কমিশেনর তথ্য জানতে ভিজিট করুন www.ecs.gov.bd