Wellcome to National Portal
Main Comtent Skiped

Communication way

কিশোরগঞ্জ জেলা হতে ২০ কি.মি. দূরে পাকুন্দিয়া উপজেলা। জেলা শহর এর গাইটাল বাস স্ট্যান্ড হতে অনন্যা/ অনন্যা ক্লাসিক বাস ধরে অথবা আখড়া বাজার / নগুয়া সি এন্ড জি স্ট্যান্ড হতে সি এন্ড জি  যোগে সড়ক পথে পাকুন্দয়া উপজেলা পরিষদ এ আসা যাবে। উপজেলা নির্বাচন অফিস উপজেলা পরিষদে অবস্থিত। উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে ১০ গজ দূরে রাস্তার ডান পাশে উপজেলা নির্বাচন অফিস অবস্থিত। উপজেলা নির্বাচন অফিসের সামনে পশ্চিম পার্শ্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সৌধ, দক্ষিণ পার্শ্বে উপজেলা সমাজসেবা অফিস, পূর্ব পার্শ্বে উপজেলা পরিষদ পুকুর এবং উত্তর পার্শ্বে উপজেলা পরিষদ রাস্তা এবং তার পাশে উপজেলা পরিষদ এর মসজিদ অবস্থিত। উপজেলা  নির্বাচন অফিসার অফিস প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। http://ec.pakundia.kishoreganj.gov.bd/ এই ওয়েবসাইটে ভিজিট করলে উপজেলা নির্বাচন অফিস, পাকুন্দিয়া, কিশেরাগঞ্জ সম্পর্কে তথ্য জানা যাবে। এছাড়া নির্বাচন কমিশেনর তথ্য জানতে ভিজিট করুন www.ecs.gov.bd ।